........... .*.*.*. ...........
সনাতন শব্দের অর্থ শাশ্বত, অনন্ত, নিত্য, চিরন্তন, চিরস্থায়ী । অর্থাৎ যা অতীতে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে তা-ই সনাতন । এই ধর্মের দর্শনও যেহেতু স্থান, কাল, পাত্র, উচু, নিচু ভেদাভেদ রহিত এবং সকল মানুষ তথা সকল জীবের জন্য- তাই এটি সার্বজনীন।
এছাড়া বৈষ্ণব পঞ্চিকা অনুসারে:- আগামী একাদশী ও সম্পূর্ণ একাদশী ব্রত তালিকাঃ-(List of Ekadoshi) সনাতন ধর্মীয় ( বৈষ্ণবীয় ) উৎসব / তিথিসমূহঃ- অমাবশ্যা ও পূর্ণিমার তালিকা
অর্থ:- এই গীতোপনিষদ্ ভগবদ্ গীতা সমস্ত উপনিষদের সারাতিসার এবং তা ঠিক একটি গাভীর মতো এবং রাখাল বালকরূপে প্রসিদ্ধ ভগবান শ্রীকৃষ্ণই এই গাভীকে দোহন করেছেন৷ অর্জুন যেন গোবৎসের মতো এবং জ্ঞানীগুণী ও শুদ্ধ ভক্তেরাই ভগবদ্ গীতার সেই অমৃতময় দুগ্ধ পান করে থাকেন৷
অর্থ:- শ্রীমদ্ভগবদ্ গীতার নির্দেশকে য্থাযথভাবে অনুসরণ করতে পারলে, অতি সহজেই সমস্ত ভয় ও উদ্বেগ থেকে মুক্ত হওয়া যায় ৷ এই জীবনে ভয় ও শোকাদি বর্জিত হয়ে পরবর্তী জীবনে চিন্ময় স্বরূপ অর্জন করা যায় ৷
নামঃ- বরুথিনী একাদশী তারিখঃ- ১২ এপ্রিল (বৃহস্পতিবার), ২০১৮ইং পারণ- পরের দিন; ০৫টা ৩৯মিঃ- থেকে ০৯টা ৩৬মিঃ মধ্যে । |
পরবর্তী একাদশী :- নামঃ- মোহিনী একাদশী তারিখঃ- ২৬ এপ্রিল (বৃহস্পতিবার), ২০১৮ইং পারণ- পরের দিন; ০৫টা ২৭মিঃ- থেকে ০৮টা ৩৯মিঃ মধ্যে । |
তার পরবর্তী একাদশী :- নামঃ- অপরা একাদশী তারিখঃ- ১১ মে (শুক্রবার), ২০১৮ইং পারণ- পরের দিন; ০৬টা ০৫মিঃ- থেকে ০৯টা ৪২মিঃ মধ্যে । |
সম্পূর্ণ একাদশী ব্রত তালিকাঃ- |
সাইট উন্নয়নে আপনার মূল্যবান মতামত জানান অবশ্যই সেটি গুরুত্বের সাথে বিবেচনা করা হবে।
Contactশ্রী নিত্যানন্দ চক্রবর্তী
শ্রী ধিরাজ কুমার নাথ
গীতাসংঘের ৩৫০ টির ও অধিক শাখা রয়েছে । সংশ্লিষ্ট শাখাকে কমিটি সদস্যদের তালিকা anup02an@gmail এই ইমেইল এ পাঠানোর জন্য অনুরোধ করা হলো।
সাইট উন্নয়নে আপনার মূল্যবান মতামত জানান অবশ্যই সেটি গুরুত্বের সাথে বিবেচনা করা হবে।
Contactগীতাসংঘ বাংলাদেশ কর্তৃক অনুষ্ঠেয় রজত জয়ন্তী, জন্মাষ্টমী-, বর্ষবরণ-, গীতা যজ্ঞ -, রক্তদান কর্মসূচী -, গীতাসংঘ নির্বাচন-২০১৭ প্রভৃতি অনুষ্ঠানের কিছু আলোকচিত্র ও ভিডিও দেওয়া হল।
সাইট উন্নয়নে আপনার মূল্যবান মতামত জানান অবশ্যই সেটি গুরুত্বের সাথে বিবেচনা করা হবে।
Contactসাইট উন্নয়নে আপনার মতামত গুরুত্বের সাথে বিবেচনা করা হবে। এছাড়া বিজ্ঞাপনের জন্যও যোগাযোগ করতে পারেন।
Do you own this website? |