জয় শ্রীকৃষ্ণ

ঈশ্বরঃ পরমঃ কৃষ্ণঃ সচ্চিদানন্দবিগ্রহঃ। অনাদিরাদির্গোবিন্দঃ সর্ব্বকারণকারণম্।।

দয়াময়ের অভয় বাণী
অর্থ:- অনন্য চিত্তে আমার চিন্তায় মগ্ন হয়ে, পরিপূর্ণ ভক্তি সহকারে যাঁরা সর্বদাই আমার উপাসনা করেন, তাঁদের সমস্ত অপ্রাপ্ত বস্তু আমি বহন করি এবং তাঁদের প্রাপ্ত বস্তুর সংরক্ষণ করি। গীতা, অধ্যায় ৯, শ্লোক ২২।
অর্থ:- আমি যখন মনুষ্যরূপে অবতীর্ণ হই, মূর্খেরা আমাকে অবজ্ঞা করে৷ তারা আমার পরম ভাব সম্বন্ধে অবগত নয় এবং তারা আমাকে সর্বভূতের মহেশ্বর বলে জানে না। গীতা/৯/১১।
হে প্রভু- সবাইকে সুমতি দাও।

Read more

মানুষ কী না পারে !

তবে- ষড় রিপুকে জয় করা খুবই কঠিন-

মানুষ অনেক কিছুই পারে !!! কিন্তু- বেশীরভাগ মানুষই নিজের ষড় রিপুকে অর্থাৎ কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্য্য-কে জয় করতে বা বশ করতে পারেনা ! ! ! হে-প্রভু, মানুষকে তাঁর ষড় রিপু জয় করার বা বশ করার শক্তি ও মানসিকতা দাও।
হে প্রভু- সবাইকে সুমতি দাও।

Read more
image02

মানুষের আচরণের এত ভিন্নতা কেন?

আমাদের বিশেষ বিশেষ ধরণের স্বভাব, আচরণ কেন?

চোখ-কান খোলা রেখে সর্বদা সতর্ক থাকাটা খুবই জরুরী! কেননা-চারিদিকে শুধু মিথ্যাবাদী, প্রতারক আর প্রবঞ্চকের দল! কে জানে কখন কোন অনিষ্ট করে ! কোন বিপদে ফেলে দেয়। কিন্তু - আশ্চর্যের ব্যাপার হলো, মানুষ তাঁর নিজের ষড় রিপুর বশোবর্তী হয়ে- ভুল সিদ্ধান্তের কারণেই সবচেয়ে বেশী বিপদে পড়ে, সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হয় তাঁর নিজের দোষে ! ! !
হে প্রভু- সবাইকে সুমতি দাও।

Read more
image03

সবচেয়ে হিংস্র প্রাণী মানুষ না পশু ?

মৃত্যু সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ শাস্ত্রীয় শ্লোক

মাঝে মাঝে ভূমিকম্প হওয়াটা খুবই জরুরী, তবুও যদি মানুষের মনে মৃত্যুভয়, পরকালের ভয় জেগে থাকে। কেননা ইদানিং দেখা যাচ্ছে, মানুষ যেন তাঁর মনুষ্যত্ব হারিয়ে ফেলে অত্যাধিক অহংকারী আর হিংস্র হয়ে উঠেছে। কেউই কী ভাবেনা-একদিন আমাকেও মরতে হবে, তারপর কী হবে আমার পরিণাম? কোন্ শাস্তি আমার জন্য অপেক্ষা করছে?
হে প্রভু- সবাইকে সুমতি দাও।

Read more
image01

শ্রীমদ্ভগবদগীতা

ভগবান শ্রীকৃষ্ণ বিশ্ববাসীকে উদ্দেশ্য করে অর্জুনকে শ্রীমদ্ভগবদগীতা জ্ঞান দান করেন

“সদুপদেশ গ্রহন করার জন্য অন্তরে আগ্রহ সৃষ্টি না হওয়া এবং নিজের অভিমত খণ্ডিত হতে দেখেই অন্তরে ক্রোধের সৃষ্টি হওয়ার নামই অহংকার। আত্মপ্রশস্তি ও অহংকার মানুষকে নিম্নস্তরে নিয়ে যায়”। অহংকারই পতনের মূল।
হে প্রভু- সবাইকে সুমতি দাও।

Read more
image02

ধর্ম ও বিজ্ঞান কী পরস্পর বিরোধী ?

সত্যিই কি ঈশ্বর আছেন? বিজ্ঞানী নিউটন কি বলেছিলেন-

“প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে !” বিজ্ঞানী নিউটনের ৩য় সূত্রঃ। যদি এই দর্শনও সত্য বলে স্বীকার করো- তবে তোমার জন্য একটা সহজ সমীকরণ আছে, আর তা হলো- অন্যের সাথে তুমি যা যা করবে = তোমার সাথেও ঠিক তাই তাই করা হবে! কারো অন্তরে ব্যথা দিলে = সমপরিমাণ ব্যথা তোমাকেও পেতে হবে ! ভালোবাসলে = নিশ্চয়ই তদনুরূপ ভালোবাসাই ফেরত পাবে !
হে প্রভু- সবাইকে সুমতি দাও।

Read more
image03

মানুষ হিসাবে আমাদের কর্তব্য কী ?

মানবজন্ম সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ শাস্ত্রীয় শ্লোক

আহার, নিদ্রা, ভয় ও মৈথুন- এই চারটি কর্ম মানুষ ও পশুর মধ্যে সমানভাবে বর্তমান। কিন্তু মানুষের অধিকতর বৈশিষ্ট্য হচ্ছে এই যে, তারা পারমার্থিক অনুশীলনে নিযুক্ত হতে সক্ষম। অতএব, পারমার্থিক জীবন তথা ধর্ম ছাড়া মানুষ পশুর সমান।
হে প্রভু- সবাইকে সুমতি দাও।

Read more

ঈশ্বরঃ পরমঃ কৃষ্ণঃ সচ্চিদানন্দবিগ্রহঃ ।

ভগবান শ্রীকৃষ্ণ ষড় ঐশ্বর্য সম্পন্ন

যা জড়া-প্রকৃতির অতীত তাকে বলা হয় অচিন্ত্য, কিন্তু সমস্ত যুক্তিতর্ক হচ্ছে জাগতিক। যেহেতু জাগতিক যুক্তিতর্ক জড়াতীত বিষয়কে স্পর্শ করতে পারে না, তাই কারও যুক্তিতর্কের মাধ্যমে চিন্ময় বিষয় হৃদয়ঙ্গম করার চিন্তা করা উচিত নয়।
হে প্রভু- সবাইকে সুমতি দাও।

Read more
image03

শ্রীশ্রী গীতাসংঘ বাংলাদেশ

........... .*.*.*. ...........

gitasongho_krishna

শ্রীশ্রী গীতাসংঘ বাংলাদেশ

শ্রীশ্রী গীতাসংঘ বাংলাদেশ শ্রীমদ্ভগবদ গীতার বাণী প্রচার- প্রসার এবং ব্যক্তিগত জীবনে গীতা শিক্ষার প্রয়োগের জন্য দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে।

service 2

শ্রীমদ্ভগবদগীতা

ভগবান শ্রীকৃষ্ণ বিশ্ববাসীকে উদ্দেশ্য করে অর্জুনকে শ্রীমদ্ভগবদগীতা জ্ঞান দান করেন ৷

gitasonghobd_flag

শ্রীশ্রী গীতাসংঘ বাংলাদেশ

শ্রীশ্রী গীতাসংঘ বাংলাদেশ শ্রীমদ্ভগবদ গীতার বাণী প্রচার- প্রসার এবং ব্যক্তিগত জীবনে গীতা শিক্ষার প্রয়োগের জন্য দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে।

সনাতন ধর্ম

সনাতন ধর্মের জ্ঞাতব্য অতি গূঢ় তত্ত্ব

সনাতন শব্দের অর্থ শাশ্বত, অনন্ত, নিত্য, চিরন্তন, চিরস্থায়ী । অর্থাৎ যা অতীতে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে তা-ই সনাতন । এই ধর্মের দর্শনও যেহেতু স্থান, কাল, পাত্র, উচু, নিচু ভেদাভেদ রহিত এবং সকল মানুষ তথা সকল জীবের জন্য- তাই এটি সার্বজনীন।

শ্রীশ্রী গীতা-মাহাত্ম্য ও আগামী একাদশী

শ্রীবৈষ্ণবীয়-তন্ত্রসারে গীতা-মাহাত্ম্য, শ্রীশঙ্করাচার্য প্রণীত গীতা-মাহাত্ম্য ও শ্রীল ব্যাসদেব কৃত গীতা-মাহাত্ম্য দেখুনঃ-

এছাড়া বৈষ্ণব পঞ্চিকা অনুসারে:- আগামী একাদশী ও সম্পূর্ণ একাদশী ব্রত তালিকাঃ-(List of Ekadoshi) সনাতন ধর্মীয় ( বৈষ্ণবীয় ) উৎসব / তিথিসমূহঃ- অমাবশ্যা ও পূর্ণিমার তালিকা

শ্রীশ্রী গীতা মাহাত্ম্য

    সর্বোপনিষদো গাবো দোগ্ধা গোপালনন্দনঃ৷
    পার্থো বৎসঃ সুধীর্ভোক্তা দুগ্ধং গীতামৃতং মহৎ॥

    অর্থ:- এই গীতোপনিষদ্ ভগবদ্ গীতা সমস্ত উপনিষদের সারাতিসার এবং তা ঠিক একটি গাভীর মতো এবং রাখাল বালকরূপে প্রসিদ্ধ ভগবান শ্রীকৃষ্ণই এই গাভীকে দোহন করেছেন৷ অর্জুন যেন গোবৎসের মতো এবং জ্ঞানীগুণী ও শুদ্ধ ভক্তেরাই ভগবদ্ গীতার সেই অমৃতময় দুগ্ধ পান করে থাকেন৷

    অর্থ:- শ্রীমদ্ভগবদ্ গীতার নির্দেশকে য্থাযথভাবে অনুসরণ করতে পারলে, অতি সহজেই সমস্ত ভয় ও উদ্বেগ থেকে মুক্ত হওয়া যায় ৷ এই জীবনে ভয় ও শোকাদি বর্জিত হয়ে পরবর্তী জীবনে চিন্ময় স্বরূপ অর্জন করা যায় ৷

বিস্তারিত গীতা মাহাত্ম্য

আগামী একাদশী :-


    নামঃ- বরুথিনী একাদশী
    তারিখঃ- ১২ এপ্রিল (বৃহস্পতিবার), ২০১৮ইং
    পারণ- পরের দিন; ০৫টা ৩৯মিঃ- থেকে ০৯টা ৩৬মিঃ মধ্যে ।

    পরবর্তী একাদশী :-

    নামঃ- মোহিনী একাদশী
    তারিখঃ- ২৬ এপ্রিল (বৃহস্পতিবার), ২০১৮ইং
    পারণ- পরের দিন; ০৫টা ২৭মিঃ- থেকে ০৮টা ৩৯মিঃ মধ্যে ।

    তার পরবর্তী একাদশী :-

    নামঃ- অপরা একাদশী
    তারিখঃ- ১১ মে (শুক্রবার), ২০১৮ইং
    পারণ- পরের দিন; ০৬টা ০৫মিঃ- থেকে ০৯টা ৪২মিঃ মধ্যে ।

      সম্পূর্ণ একাদশী ব্রত তালিকাঃ-
    (List of Ekadoshi)

For Advertisement

    বিজ্ঞাপনের জন্য ---
যোগাযোগ করুন

সাইট উন্নয়নে আপনার মূল্যবান মতামত জানান অবশ্যই সেটি গুরুত্বের সাথে বিবেচনা করা হবে।

Contact

গীতাসংঘ বাংলাদেশ যাঁদের আন্তরিক চেষ্টায় এগিয়ে চলেছে

নিম্নে কেন্দ্রীয় কমিটি, উপদেষ্টা কমিটি ও শাখা কমিটির সকল সম্মানিত সদস্যের তালিকা দেওয়া হল।

নিত্যানন্দ চক্রবর্তী

কেন্দ্রীয় কমিটি ২০১৭-২০১৯

কেন্দ্রীয় কমিটির
সভাপতি

শ্রী নিত্যানন্দ চক্রবর্তী

 প্রধান উপদেষ্টা

উপদেষ্টা কমিটি ২০১৭-২০১৯

উপদেষ্টা কমিটির
প্রধান উপদেষ্টা

শ্রী ধিরাজ কুমার নাথ

নিত্যানন্দ চক্রবর্তী

গীতাসংঘের শাখা কমিটি

গীতাসংঘের শাখা কমিটি

গীতাসংঘের ৩৫০ টির ও অধিক শাখা রয়েছে । সংশ্লিষ্ট শাখাকে কমিটি সদস্যদের তালিকা anup02an@gmail এই ইমেইল এ পাঠানোর জন্য অনুরোধ করা হলো।

গীতাসংঘের আজীবন সদস্যের নামের তালিকা

ভোটার নং ১-২৫০

    ভোটার নং- নামঃ- ঠিকানা- মন্তব্য

    ১- শ্রী স্বপন কুমার রায়, ১২, গোপীবাগ, ২য় লেন (৫ম তলা), ঢাকা-১২০৩।
সম্পূর্ণ তালিকাঃ-

ভোটার নং ২৫১-৫০০

    ভোটার নং- নামঃ- ঠিকানা- মন্তব্য

    ২৫১- শ্রী উদয় কুমার ভক্ত ‘মোহনা’, ৮/১, সিদ্ধেশ্বরী, ঢাকা-১২১৭।
সম্পূর্ণ তালিকাঃ-

ভোটার নং ৫০১-৭৫০

    ভোটার নং- নামঃ- ঠিকানা- মন্তব্য
    ৫০১- শ্রীমতী শ্যামলী রায় , পরমা ভবন, ফ্ল্যাট নং-এ/৭, ৫ সিদ্ধেশ্বরী, রমনা, ঢাকা-১২১৭।
সম্পূর্ণ তালিকাঃ-

ভোটার নং ৭৫১-১০০০

    ভোটার নং- নামঃ- ঠিকানা- মন্তব্য
    ৭৫১- এড. তপন কান্তি দাশ , হোটেল শাজাহান আর্কেড (২য় তলা) ৯২, সদরঘাট রোড, চট্টগ্রাম।
সম্পূর্ণ তালিকাঃ-

For Advertisement

    বিজ্ঞাপনের জন্য
যোগাযোগ করুন

ভোটার নং ১০০১-১২৫০

    ভোটার নং- নামঃ- ঠিকানা- মন্তব্য
    ১০০১- শ্রী রজত কান্তি ভট্টাচার্য্য , ১৭/এ/১ তল্লাবাগ, সোবাহান বাগ, ঢাকা-১২০৭।
সম্পূর্ণ তালিকাঃ-

ভোটার নং ১২৫১-১৫০০

    ভোটার নং- নামঃ- ঠিকানা- মন্তব্য

    ১২৫১- প্রকৌঃ তন্ময় সরকার, ৯০/২০, পূর্ব রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পূর্ণ তালিকাঃ-

সাইট উন্নয়নে আপনার মূল্যবান মতামত জানান অবশ্যই সেটি গুরুত্বের সাথে বিবেচনা করা হবে।

Contact

গীতাসংঘ বাংলাদেশ এর স্মরণীয় মুহূর্তের ছবি ও ভিডিও

গীতাসংঘ বাংলাদেশ কর্তৃক অনুষ্ঠেয় রজত জয়ন্তী, জন্মাষ্টমী-, বর্ষবরণ-, গীতা যজ্ঞ -, রক্তদান কর্মসূচী -, গীতাসংঘ নির্বাচন-২০১৭ প্রভৃতি অনুষ্ঠানের কিছু আলোকচিত্র ও ভিডিও দেওয়া হল।

রজত জয়ন্তী উদযাপন

    গীতাসংঘ বাংলাদেশ তাঁর প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে খুব আড়ম্বরের সাথে
    গত ২০১৫ সালের -- তারিখে রজত জয়ন্তী উদযাপন করল

    উক্ত অনুষ্ঠানের কিছু স্মরণীয় আলোকচিত্র।
বিস্তারিত চিত্র রজত জয়ন্তী

জন্মাষ্টমী উদযাপন

    গীতাসংঘ বাংলাদেশ তাঁর সাধ্যানুযায়ী প্রতি বছরই ভগবান শ্রীকৃষ্ণের
    শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন করে থাকে

    সেসকল অনুষ্ঠানের কিছু স্মরণীয় আলোকচিত্র।
জন্মাষ্টমীর আলোকচিত্র

গীতা যজ্ঞ (হোম ও পুষ্প)

    গীতাসংঘ বাংলাদেশ প্রতি বছরই বিশ্বশান্তি ও কল্যাণ কামনায়
    গীতাযজ্ঞ (হোম যজ্ঞ অথবা পুষ্প যজ্ঞ ) অনুষ্ঠান করে থাকে।


    সেসকল অনুষ্ঠানের কিছু স্মরণীয় আলোকচিত্র।
গীতাযজ্ঞের আলোকচিত্র

স্মরণীয় মুহূর্তের ভিডিও

    video_image
স্মরণীয় ভিডিও দেখুন

সাইট উন্নয়নে আপনার মূল্যবান মতামত জানান অবশ্যই সেটি গুরুত্বের সাথে বিবেচনা করা হবে।

Contact

গীতাসংঘ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানগুলী

আপনার মতামত জানান

সাইট উন্নয়নে আপনার মতামত গুরুত্বের সাথে বিবেচনা করা হবে। এছাড়া বিজ্ঞাপনের জন্যও যোগাযোগ করতে পারেন।

This page can't load Google Maps correctly.
Do you own this website?

Say something

Please enter name.
Please enter valid email adress.
Please enter your comment.