........... .*.*.*. ...........
সনাতন শব্দের অর্থ শাশ্বত, অনন্ত, নিত্য, চিরন্তন, চিরস্থায়ী । অর্থাৎ যা অতীতে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে তা-ই সনাতন । এই ধর্মের দর্শনও যেহেতু স্থান, কাল, পাত্র, উচু, নিচু ভেদাভেদ রহিত এবং সকল মানুষ তথা সকল জীবের জন্য- তাই এটি সার্বজনীন।
"শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম পরমেশ্বর ভগবান ৷ তাঁর শ্রীবিগ্রহ অর্থাৎ শ্রীদেহ সৎ-চিৎ-আনন্দ-ঘন, অর্থাৎ নিত্য শাশ্বত, চিন্ময় বা জ্ঞানময় এবং চিদানন্দময়৷ তাঁর কোনও আদি নেই৷ কারণ তিনিই অনাদির আদি , সব কিছুর উৎস৷ তিনিই সর্বকারণের আদি কারণ, সকল অস্তিত্বের পরম উৎস৷" এছাড়াও ব্রহ্মসংহিতায় বলা হয়েছে (৫/৩১): আলোলচন্দ্রক লসদ্ বনমাল্যবংশী...... বিস্তারিত দেখুন
ভগবান সৎ-চিৎ-আনন্দময়, অনাদির আদি , সর্বকারণের আদি কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অনিন্দ সুন্দর রূপ যা ভক্ত ও মুনি ঋষিগণের নিকট শুনে এবং ভক্তদের মনের মাধুরি দিয়ে যতটা সম্ভব ভক্তগণ তাঁরই অবয়ব ফুটিয়ে তোলার চেষ্টা করে থাকেন। অনেকের কাছেই ভগবানের শৈশব ও কৈশোর বয়সের রূপই বেশি আকর্ষণীয়। এছাড়াও শ্রীমতী রাধারানী রূপ ভগবানের বিভিন্ন লীলা ভাগবতের বিভিন্ন কাহিনী চিত্র প্রভৃতি দেখে ভক্তগণ নির্মল আনন্দ পেয়ে থাকেন।
ভগবান শ্রীকৃষ্ণ বিশ্ববাসীকে উদ্দেশ্য করে অর্জুনকে শ্রীমদ্ভগবদগীতা জ্ঞান দান করেন ৷ সনাতন ধর্মের সার তত্ত্ব অতি সুকৌশলে ভগবান আমাদের শিক্ষা দিয়েছেন এই শ্রীমদ্ভগবদগীতার মাধ্যমে। মানুষের সুখ-দুঃখ, পাপ-পূণ্য, মানবের মুক্তির অতি গুঢ় তত্ত্ব জানতে নিয়মিত পাঠ করুন - শ্রীমদ্ভগবদগীতা ।
বলা হয় সাধু গুরু বৈষ্ণব দর্শনেও পূণ্য হয় তাই সাধু-সন্ত দর্শন গ্যালারিতে সকলকে স্বাগতম, এখানে আপনারা প্রত্যেকের সম্পর্কে বিস্তারিত দেখতে চাইলেও দেখতে পারবেন খুব সহজে।
বিস্তারিত দেখুন
অনন্ত কোটি সাধু-গুরু-বৈষ্ণব এর প্রণাম মন্ত্র, শ্রীতুলসী-প্রণামমন্ত্র, শ্রীগঙ্গাস্নান-মন্ত্র, মাতৃপ্রণাম, পিতৃপ্রণাম, শ্রীকৃষ্ণ প্রণাম, শ্রীমতি রাধারাণী প্রণাম, শ্রীনৃসিংহদেবের স্তব ও প্রণাম, সূর্য প্রণাম মন্ত্র, নবগ্রহস্তোত্রম্ , মা সরস্বতী প্রণাম মন্ত্র- বিস্তারিত দেখুন
" হে বিচক্ষণ এবং চিন্তাশীল মানুষ, কল্পবৃক্ষরূপী বৈদিক শাস্ত্রের অত্যন্ত সুপক্ব ফল শ্রীমদ্ভাগবত আস্বাদন করুন। তা শ্রীল শুকদেব গোস্বামীর শ্রীমুখ থেকে নিঃসৃত হয়েছিল। তাই ফলটি আরও অধিক উপাদেয় হয়েছে, যদিও এই অমৃতময় রস মুক্ত পুরুষেরা পর্যন্ত আস্বাদন করে থাকেন। শ্রীমদ্ভাগবত ৷ ভগবানের বিভিন্ন লীলা চিত্র ।
এমনই অনেক প্রাসঙ্গিক বিষয় আছে যা গভীর তত্ত্ব কথা। এগুলো আগে নিজে ভালোভাবে হৃদয়ঙ্গম করা উচিত তবেই নিজের আত্মবিশ্বাস যেমন বাড়বে তেমনি এব্যাপারে অন্যের সাথে কথা বলার সাহসও বাড়বে। তাই নিজের ধর্ম সম্পর্কে আগে ভালোভাবে জানুন এবং অন্যকেও উৎসাহিত করুন। বিস্তারিত দেখুন
সনাতন ধর্মের হাজারো গ্রন্থ লক্ষ লক্ষ শ্লোক। নিজের ধর্ম সম্পর্কে আগে ভালোভাবে জানুন আত্মবিশ্বাস বাড়ান এবং অন্যকেও উৎসাহিত করুন। বিস্তারিত দেখুন
ভেবে দেখুন- কারো যতই ঐশ্বর্য্য (ধন-সম্পদ, টাকা-পয়সা) থাকুক না কেন, তা যদি তিনি কাউকে দেখাতে না পারেন, কাউকে দান করতে না পারেন, সে ঐশ্বর্য্য যদি কারো কাজে না লাগে, কেউ যদি সে সম্পর্কে তাঁকে প্রশংসা না করেন, তাহলে কি তিনি প্রকৃত তৃপ্তি পাবেন? অবশ্যই না। কেউ যতই গুণবান হোন না কেন, যখন অন্য কেউ সেই গুণের প্রশংসা করবেন তখনই তিনি প্রকৃত আনন্দ পাবেন। ঠিক এই কারণেই সচ্চিদানন্দময় সর্বশক্তিমান ভগবান নিজেই প্রথমে নিজেকে বিস্তারিত
এছাড়া বৈষ্ণব পঞ্চিকা অনুসারে:- আগামী একাদশী ও সম্পূর্ণ একাদশী ব্রত তালিকাঃ-(List of Ekadoshi) সনাতন ধর্মীয় ( বৈষ্ণবীয় ) উৎসব / তিথিসমূহঃ- অমাবশ্যা ও পূর্ণিমার তালিকা
অর্থ:- এই গীতোপনিষদ্ ভগবদ্ গীতা সমস্ত উপনিষদের সারাতিসার এবং তা ঠিক একটি গাভীর মতো এবং রাখাল বালকরূপে প্রসিদ্ধ ভগবান শ্রীকৃষ্ণই এই গাভীকে দোহন করেছেন৷ অর্জুন যেন গোবৎসের মতো এবং জ্ঞানীগুণী ও শুদ্ধ ভক্তেরাই ভগবদ্ গীতার সেই অমৃতময় দুগ্ধ পান করে থাকেন৷
অর্থ:- শ্রীমদ্ভগবদ্ গীতার নির্দেশকে য্থাযথভাবে অনুসরণ করতে পারলে, অতি সহজেই সমস্ত ভয় ও উদ্বেগ থেকে মুক্ত হওয়া যায় ৷ এই জীবনে ভয় ও শোকাদি বর্জিত হয়ে পরবর্তী জীবনে চিন্ময় স্বরূপ অর্জন করা যায় ৷
নামঃ- বরুথিনী একাদশী তারিখঃ- ১২ এপ্রিল (বৃহস্পতিবার), ২০১৮ইং পারণ- পরের দিন; ০৫টা ৩৯মিঃ- থেকে ০৯টা ৩৬মিঃ মধ্যে । |
পরবর্তী একাদশী :- নামঃ- মোহিনী একাদশী তারিখঃ- ২৬ এপ্রিল (বৃহস্পতিবার), ২০১৮ইং পারণ- পরের দিন; ০৫টা ২৭মিঃ- থেকে ০৮টা ৩৯মিঃ মধ্যে । |
তার পরবর্তী একাদশী :- নামঃ- অপরা একাদশী তারিখঃ- ১১ মে (শুক্রবার), ২০১৮ইং পারণ- পরের দিন; ০৬টা ০৫মিঃ- থেকে ০৯টা ৪২মিঃ মধ্যে । |
সম্পূর্ণ একাদশী ব্রত তালিকাঃ- (List of Ekadoshi) |
সাইট উন্নয়নে আপনার মূল্যবান মতামত জানান অবশ্যই সেটি গুরুত্বের সাথে বিবেচনা করা হবে।
Contactশ্রী নিত্যানন্দ চক্রবর্তী
শ্রী ধিরাজ কুমার নাথ
গীতাসংঘের ৩৫০ টির ও অধিক শাখা রয়েছে । সংশ্লিষ্ট শাখাকে কমিটি সদস্যদের তালিকা anup02an@gmail এই ইমেইল এ পাঠানোর জন্য অনুরোধ করা হলো।
সাইট উন্নয়নে আপনার মূল্যবান মতামত জানান অবশ্যই সেটি গুরুত্বের সাথে বিবেচনা করা হবে।
Contactগীতাসংঘ বাংলাদেশ কর্তৃক অনুষ্ঠেয় রজত জয়ন্তী, জন্মাষ্টমী-, বর্ষবরণ-, গীতা যজ্ঞ -, রক্তদান কর্মসূচী -, গীতাসংঘ নির্বাচন-২০১৭ প্রভৃতি অনুষ্ঠানের কিছু আলোকচিত্র ও ভিডিও দেওয়া হল।
সাইট উন্নয়নে আপনার মূল্যবান মতামত জানান অবশ্যই সেটি গুরুত্বের সাথে বিবেচনা করা হবে।
Contactসাইট উন্নয়নে আপনার মতামত গুরুত্বের সাথে বিবেচনা করা হবে। এছাড়া বিজ্ঞাপনের জন্যও যোগাযোগ করতে পারেন।